সাইবেরিয়ায় হরিণ শিকার করতে গিয়ে সন্তান হত্যা

হরিণ শিকার করতে গিয়ে দুর্ঘটনাবশতঃ নিজের শিশু সন্তানকে হত্যা করেছেন এক শিকারি। সাইবেরিয়ার এই হৃদয়বিদারক ঘটনায় শিকারি বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
noname

রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, মস্কো থেকে ২০০০ মাইল দূরে পশ্চিম সাইবেরিয়ায় এই ‘দুঃখজনক ঘটনা’ ঘটেছে।

‘পর্যাপ্ত আলোর অনুপস্থিতিতে একটি গতিশীল বস্তুকে হরিণ ভেবে গুলি করেন ওই শিকারি। জানিয়েছেন এ ঘটনার তদন্ত কর্মকর্তা। ‘গুলি করার পর বস্তুটির কাছাকাছি এসে ওই শিকারি দেখেন, ভুলবশত তিনি তার ছেলেকে গুলি করে ফেলেছেন।’

ওই শিকারির বিরুদ্ধে ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’র অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার দুই বছরের কারাদণ্ড হতে পারে।