লেবাননে ঝড়ের কবলে ৮ বছর বয়সী সিরীয় শরণার্থীর মৃত্যু

লেবাননে ৫ দিন ধরে চলা উত্তাল ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী এক শরণার্থী শিশু। ফরাসি বার্তা সংস্থা এএফপি ওই সিরীয় শরণার্থীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে।


লেবাননের আশ্রয়শিবিরে থাকা সিরীয় শিশুশনিবার শুরু হওয়া ‘নরমা’ নামের ঝড়ে বিধ্বন্ত অবস্থার মধ্যে পড়েছে লেবানন। ভারি বৃষ্টি ও তুষারপাতও চলছে এর সমান্তরালে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএসএইচসিআর জানিয়েছে, ঝড়বৃষ্টি আর তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের ১৫১টি শিবিরের ১১ হাজার সিরীয় শরণার্থী। ৭০,০০০ শরণার্থী ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে তারা।

এরইমধ্যে একজন সিরীয় শরণার্থীর মৃত্যুর খবর জানিয়েছে এএফপি। খবর অনুযায়ী, উত্তরাঞ্চলীয় শহর মিনইয়েতে অবস্থিত শিবির থেকে ঝড়ের প্রকোপে নদীতে গিয়ে পড়ে এক সিরীয় শিশু। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাতিসংঘের হিসেবে, নিবন্ধিত অন্তত ‌১০ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে লেবানন। অবশ্য দেশটির সরকারের দাবি, তাদের আশ্রয়ে থাকা শরণার্থী সংখ্যা প্রায় ১৫ লাখ। শরণার্থীদের বেশিরভাগই দেশের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। কাটাচ্ছেন অবর্ণনীয় জীবন।