পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ১৮ ফিলিস্তিনি আটক

অবরুদ্ধ পশ্চিমতীরে অভিযান চালিয়ে একরাতেই ১৮ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজায় প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে ইসরায়েলি দখলদার বাহিনী। ফিলিস্তিনি হিসেব অনুযায়ী বর্তমানে ইসরায়েলি আটক কেন্দ্রে নারী ও শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্যালেস্টাইন প্রিজনার্স অ্যাসোসিয়েশন  এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি দখলদারি বাহিনী অবরুদ্ধ পশ্চিমতীরের রামাল্লাহ, বেথেলহেম  ও হেবরনে অভিযান চালিয়ে আটজনকে ১০ ফিলিস্তিনিকে আটক করেছে। এছাড়া নাবুলাস, জেনিন, তুলকারেম ও কালকিলিয়া থেকে আটক করা হয়েছে আরও আটজনকে।

এর আগে গত ডিসেম্বরে পশ্চিমতীরে এক রাতের ঝটিকা অভিযানে অন্তত ৪০ ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েল। এছাড়া নভেম্বরে দুই দফার অভিযানে ১৩ জন ও  ১৬ জন করে ফিলিস্তিনি আটক করে ইসরায়েলি বাহিনী। সরকারি হিসেব মতে, ইসরায়েলে এখন পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন। যাদের মধ্যে ২৭০ জন শিশু ও ৫২ জন নারী।