আটক মার্কিন নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার গুপ্তচরবৃত্তির অভিযোগ গঠন

গত মাসে মস্কোতে আটক মার্কিন নাগরিক পল হুইলানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে সাংবাদিকদের বলেছেন রাশিয়ার ক্রিমিনাল কোডের ২৭৬ ধারায় হুইলানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।রাশিয়ায় আটক মার্কিন নাগরিক পল হুইলান

মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মী হুইলানকে গত ২৮ ডিসেম্বর মস্কোতে আটক করে রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে আটক করা হয়। হুইলানের রুশ আইনজীবী ভ্লাদিমির জেহেরেবেনকভ বলেছেন তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

গত ৩ জানুয়ারি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স হুইলানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগম গঠনের খবর জানায়। তবে শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে প্রথমবারের মতো এনিয়ে প্রকাশ্য মন্তব্য করা হলো।

তবে এখন পর্যন্ত হুইলানের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানায়নি রাশিয়া। তাকে গ্রেফতারের ঘোষণা দিয়ে এফএসবি জানায় গুপ্তচরমূলক কর্মকান্ড চালানোয় তাকে আটক করা হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানায়নি তারা।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন রাশিয়ার বাইরে কারাবন্দি কারো বিনিময়ে হুইলানকে ফিরিয়ে দেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে না।