ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

যুবরাজের সঙ্গেই আছে খাশোগি হত্যাকাণ্ডের হোতা কাহতানি

যার হাত ধরে খাশোগি হত্যার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে বলে ধারণা করা হয়, সেই সৌদ আল কাহতানি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশেই রয়েছেন!‍ ওয়াশিংটন পোস্ট তাদের অনুসন্ধানে এ কথা জানিয়েছে। অজ্ঞাতনামা কিছু মার্কিন ও সৌদি সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এখনও বিভিন্ন বিষয়ে কাহতানির উপদেশ নিচ্ছেন যুবরাজ।
noname

দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক খাশোগি।। প্রথমে অস্বীকার করলেও পরে খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি আরব দাবি করে, ইস্তানবুলের কনস্যুলেটে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে খুন হন তিনি। খাশোগি হত্যার পর সৌদি রাজকীয় আদালতের আদেশের ৪০ বছর বয়সী কাহতানিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সম্প্রতি যুবরাজের সঙ্গে দেখা করেছেন এমন একজন মার্কিন নাগরিক ওয়াশিংটন পোস্টের জানান, কাহতানির কাছে প্রচুর ফাইল ও দলিল রয়েছে। সাংবাদিক ডেভিড ইগনেশিয়াসকে তিনি বলেন 'ওর সঙ্গে হঠাৎ সম্পর্কচ্ছেদ করা যাবে এমন চিন্তা অবাস্তব' ।সৌদি রাজদরবারের ঘনিষ্ঠ একটি সূত্রও একই রকম মন্তব্য করেছে। 'কাহতানি এমন কিছু বিষয়ে কাজ করছিলেন যেগুলো তাকে শেষ করতে হবে বা অন্য কারও কাছে হস্তান্তর করতে হবে,' ওয়াশিংটন পোস্টকে জানায় ওই সূত্র। 

ধারণা করা কাহতানি সৌদি যুবরাজের ডান হাত। যুবরাজের মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। তুরস্কের প্রসিকিউটরদের বিশ্বাস ইস্তানবুলে না গিয়েও কাহতানি খাশোগি হত্যায় অংশ নেওয়া ১৫ জনের হিট স্কোয়াডের কাজের তদারকি করেন। সৌদি কর্তৃপক্ষ কাহতানি সম্পর্কে সর্বশেষ বিবৃতি দেয় ১৫ নভেম্বর। ওইদিন সরকারি কৌঁসুলিরা জানান কাহতানির বিরুদ্ধে তদন্ত চলছে এবং তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।