প্যারিসে বড় ধরনের বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের নাইন্থ জেলায় শনিবার সকালে এই বিস্ফোরণ ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

Capture

বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুয়ে ডি মন্টিয়ন এলাকার কিছু অংশ বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপে ঢেকে গেছে। অন্তত একটি ভবন থেকে আগুনের শিখা দেখা গেছে।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

প্যারিস পুলিশের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছেছে। পুলিশের অনেকেই আহত হওয়ার খবর এসেছে। তবে এখন পর্যন্ত কোনও নিহতের খবর পাওয়া যায়নি।