আফগানিস্তানের চেকপোস্টে তালেবান হামলায় নিহত ৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি চেক পোস্টে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আজিজ আহমেদ আজিজি বলেছেন, ওই হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত তালেবান বিদ্রোহী নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি ওই হামলার দায় স্বীকার করেছেন।আফগানিস্তানের একটি নিয়মিত চেকপোস্ট

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে তালেবান বিদ্রোহীরা। ৯/১১ হামলার পর দেশটিতে মার্কিন জোটের হামলায় উৎখাত হয় তালেবান সরকার। পরের ১৭ বছর ধরে আফগানিস্তানে বিদেশি সেনার উপস্থিতি ও তাদের মিত্রদের ওপর হামলা চালানোর দায় স্বীকার করে যাচ্ছে তালেবান। সম্প্রতি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টা জোরালো করেছে যুক্তরাষ্ট্র।

কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, শনিবার বোলদুক জেলায় হামলার ঘটনায় ৫ নিরাপত্তাকর্মী নিহত ছাড়াও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।