করাচিতে চীনা কনস্যুলেটে হামলা, পাকিস্তানের অভিযোগ অস্বীকার ভারতের

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নিযুক্ত চীনা কন্স্যুলেট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। গত শুক্রবার কনস্যুলেটে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকে দায়ী করেন করাচির পুলিশ প্রধান ড. আমির শেখ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

4bsd3a3b7421751c92n_800C450

২০১৮ সালের ২৩ নভেম্বর তিনজন ভারী অস্ত্রধারী সন্ত্রাসী চীনা কন্স্যুলেট ভবনে ঢোকার চেষ্টা করে কিন্তু করাচির আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে হত্যা করে। বন্দুযুদ্ধ ও গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ এবং দুজন ভিসাপ্রার্থীও নিহত হন। বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায়িত্ব স্বীকার করেছিল। গত শুক্রবার পাকিস্তান দাবি করে,  সন্ত্রাসী গোষ্ঠীটির সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর যোগাযোগ রয়েছে।

দিল্লি থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের এ বক্তব্য “বানোয়াট ও বিদ্রুপাত্মক”।  তারা জানায়, অন্যের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজ দেশের সন্ত্রাস নিয়ন্ত্রণ করা। ভারত বলেছে, “চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্প বানচালের পরিকল্পনা থেকে ওই হামলা হয়েছে; এর মূল লক্ষ্য ছিল চীনকে এটা বোঝানো যে, করাচি মোটেই চীনের জন্য নিরাপদ নয়।”

ড. আমির শেখ বলেছিলেন, চীনা কন্স্যুলেট ভবনে হামলার বিষয়ে আফগানিস্তানে বসে পরিকল্পনা করা হয়েছে এবং ‘র’ তা বাস্তবায়নে সাহায্য করেছে। হামলায় জড়িত থাকার সন্দেহে ইসলামাবাদ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করেছে।