পোলিশ ফিল্ম উইক বাতিল করলো ইরান

ইরানে পূর্ব নির্ধারিত পোলিশ ফিল্ম উইক বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার দেশটির চলচ্চিত্র বিষয়ক দফতরের পরিচালক হোসেইন ইন্তেজামি এ ঘোষণা দেন। আগামী ফেব্রুয়ারিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পোল্যান্ডে ইরানবিষয়ক সম্মেলন আয়োজনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে এটি বাতিলের ঘোষণা দেয় তেহরান। একইসঙ্গে এ ঘটনায় তেহরানে নিযুক্ত পোলিশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।

Iranমধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার (১১ জানুয়ারি) কায়রোতে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ফেব্রুয়ারির ১৩-১৪ তারিখে পোল্যান্ডে ইরান ও মধ্যপ্রাচ্যবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। পম্পেও’র এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠে ইরান। রবিবার (১৩ জানুয়ারি) পোলিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ওজচিচ উনল্টকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় তেহরান। পোল্যান্ডের কাছে দাবি করা হয়, তারা যেন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বৈরি পদক্ষেপের’ পাশে না থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করে ইরনার প্রতিবেদনে বলা হয়, ওই সম্মেলন আয়োজন করা হলে পোল্যান্ডের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেবে তেহরান। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

এদিকে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, জানুয়ারির শেষে তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া চলচ্চিত্র উৎসব স্থগিত করা হচ্ছে। পোল্যান্ড ভুল সংশোধন না করলে এবং তেহরানের প্রতি ‘যথার্থ আচরণ’ না করা হলে এ অবস্থধা চলতে থাকবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১১ জানুয়ারি) পম্পেওর ঘোষণার পর টুইট করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনকে যুক্তরাষ্ট্রে তেহরানবিরোধী ‘সার্কাস’ আখ্যা দেন তিনি। বলেন, এ সম্মেলন আয়োজন করাটা পোল্যান্ডের জন্য লজ্জাজনক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান পোলিশদের জীবন বাঁচিয়েছিল বলেও স্মরণ করিয়ে দেন জারিফ। সূত্র: আনাদোলু এজেন্সি।