ভয়াবহ আগুনে পুড়ছে উত্তর প্রদেশের কুম্ভমেলা

ভারতের উত্তর প্রদেশে কুম্ভ মেলায় ভয়াবহ আগুন লেগেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি তাঁবু। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ধর্মীয় এই উৎসব শুরুর একদিন আগে সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। 

1547451414-Kumbh-fire

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নিউজ নাউয়ের প্রতিবেদনে বলা হয়, দিগম্বর ঘাটের কাছে দিগম্বর আখাড়ার একটি তাঁবুতে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী অবস্থান করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুনে সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মেলাকে  পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত বলা হয়ে থাকে। ২০১৩ সালে কুম্ভমেলায় ১০ কোটিরও বেশি মানুষ অংশ নেন। মেলার ৬টি স্নান দিবসের মধ্যে এদিনটিকে সবচে’ পবিত্রতম দিন বলে মনে করেন পূণ্যার্থীরা।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন গঙ্গায় এই স্নানের মধ্য দিয়ে তাঁরা পাপ এবং জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হন।  সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ।