কলম্বিয়ায় পুলিশ অ্যাকাডেমিতে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৫

কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি পুলিশ অ্যাকাডেমিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের মেয়র জানিয়েছেন, বৃহস্পতিবার এই বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং অপর দশজন আহত হয়েছে। কাতারভ্তিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সাধারণত কঠোর নিরাপত্তার মধ্যে থাকা বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স আর হেলিকপ্টারের ছোটাছুটিতে জেনারেল স্টান্ডার পুলিশ অ্যাকাডেমির বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তারা এত জোরে বিস্ফোরণের শব্দ শুনেছেন যাতে আশেপাশের ভবনের কাঁচ ভেঙে পড়েছে।noname
২০১৬ সালে ফার্ক বিদ্রোহী নামে পরিচিত রিভুল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে তৎকালীন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস। ওই চুক্তি স্বাক্ষরের পরই দীর্ঘদিনের বিদ্রোহী গোষ্ঠীটি তাদের অস্ত্র ত্যাগ করে মনে করা হয়। বর্তমানে আরেক বিদ্রোহী গ্রুপ বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে ডানপন্থী প্রেসিডেন্ট ডুকুই-এর শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। এরপরই পুলিশের ওপর হামলা জোরালো করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। তবে তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ হওয়া ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে একটি যানবাহন আগুনে পুড়তে দেখা গেছে। আশেপাশের জানালার কাঁচও ভেঙে পড়েছে। বোগোতার মেয়র এনরিক পেনালোসা এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেছেন তদন্ত চলছে।

প্রেসিডেন্ট ইভান ডুকুই এক টুইট বার্তায় বলেছেন কলম্বিয়ার বাসিন্দারা সন্ত্রাসবাদ বর্জন করে আর এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, এই ঘটনায় কলম্বিয়া দুঃখ পেয়েছে তবে হিংসাকে পরাজিত করা হবে।