বাংলাদেশকে ২৫০ ট্রেনের বগি সরবরাহ করবে ইন্দোনেশিয়া

বাংলাদেশকে ২৫০ ট্রেনের বগি সরবরাহ করবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি। এর অংশ হিসেবে রবিবার ১৫টি বগি পাঠানো হয়েছে। অধিক যাত্রী বহনের চাহিদা মেটাতে সর্বাধুনিক ও বিশেষ সুবিধাসম্পন্ন এসব বগি আমদানি করা হচ্ছে।

nonameরবিবার সুরাবায়ার তানজুং পেরাক বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশগামী ১৫টি বগি উন্মোচন করেন ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তারতো।

প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি’র প্রেসিডেন্ট ডিরেক্টর বুদি নোভিয়ানতোরো বলেন, তার প্রতিষ্ঠান ২০১৭ সালে বাংলাদেশ রেলওয়ের ১০০ দশমিক ৮৯ মিলিয়ন ডলারের টেন্ডার জিতেছিল।

বাংলাদেশি মুদ্রায় এ টেন্ডারের পরিমাণ ৮৪৬ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৩৮৫ টাকা।

বুদি নোভিয়ানতোরো বলেন, ২০১৬ সালে ৭৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলারের ১৫০টি বগি রফতানি করেছিল। ২০০৬ সালে রফতানি করেছিল ১৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের ৫০টি বগি।

তিনি জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো থেকেও অর্ডার পাচ্ছে তার প্রতিষ্ঠান। সূত্র: জাকার্তা পোস্ট।