পর্তুগালে পুলিশ স্টেশনে পেট্রলবোমা হামলা

পর্তুগালে একটি পুলিশ স্টেশনে পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানী লিসবনে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামা বিক্ষোভকারীরা।

2019-01-22T141318Z_1_LYNXNPEF0L180_RTROPTP_2_PORTUGAL-UNRESTপর্তুগালের রাজধানী লিসবনে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে আন্দোলনে নেমেছে অনেক পর্তুগিজ। সোমবার রাতে কৃষ্ণাঙ্গদের একটি এলাকাতে পুলিশ অভিযান চালালে ফুঁসে ওঠে তারা।

এক বিবৃতিতে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পুলিশ স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছিলো। কিন্তু কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুলিশ স্টেশনের সিঁড়িতে আগুন লাগে। কিন্তু বাহির থেকে কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাচ্ছিলো না।

পুলিশ জানায়, তদন্ত করে তারা লিসবনের মিছিলের সঙ্গে এর কোনও যোগসাজশ খুঁজে পাননি।