সিরিয়ায় চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ জর্ডানের

সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে জর্ডান। এর অংশ হিসেবে দামেস্কের দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ দিয়েছে আম্মান। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।Jordan

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান সালমান আল-কুদাত জানিয়েছেন, “দামেস্ক দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ের কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু জর্ডানই নয়; এক সময়ে সিরিয়ার বিরোধিতায় জড়িয়েছিল মধ্যপ্রাচ্যের যেসব দেশ, তারাই এখন তুরস্ক ও ইরানের প্রভাব বৃদ্ধি ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। দামেস্কে দূতাবাস খোলার জন্য শুরু করেছে যোগাযোগ। আসাদ প্রেসিডেন্ট পদে রয়েছেন। তারপরও সিরিয়াকে আবার আরব লিগের সদস্যপদ দেওয়ার কথা ভাবা হচ্ছে।

শুধু তুরস্ক ও ইরানের প্রভাব বিস্তার ঠেকানো নয়, আসাদের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক জোড়া দিতে চাওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক স্বার্থও। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে প্রয়োজনীয় প্রকল্পগুলোর কাজ পেতে চায় তারা।

২০১১ সাল গৃহযদ্ধ শুরুর পর সিরিয়াকে আরব লিগ থেকে বহিষ্কার করা হয়েছিল। বেশিরভাগ আরব ও পশ্চিমা দেশ সিরিয়ার কাছ থেকে দূরত্ব রাখছিল। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তো সিরিয়াতে তাদের দূতাবাসই বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যহারের ঘোষণা দিয়েছেন। ২০১২ সালে উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট যে এলাকার নিয়ন্ত্রণ হারাতে হয়েছিল মার্কিন বাহিনী চলে গেলে তা আবার ফিরে পাবে আসাদ সরকার। নিয়ন্ত্রণের বাইরে সামান্য কিছু অংশ থেকে যাবে, যেগুলো জঙ্গিদের নিয়ন্ত্রণে। ফলে প্রায় পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ আবার আসাদের হাতে আসতে যাচ্ছে। এমন পরিবর্তিত পরিস্থিতিতেই আসাদের নেতৃত্ব মেনে নিয়েই সিরিয়ার সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি বিবেচনা করছে বিভিন্ন দেশ। সূত্র: আনাদোলু এজেন্সি।