রাশিয়ায় পুতিন-আবে বৈঠক, বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে  সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বৈঠকে দুই নেতা দীর্ঘ আঞ্চলিক বিরোধসহ নানা বিষয়ে উভয় দেশের মতপার্থক্য নিয়ে কথা বলেন। জোর দেন বিরোধপূর্ণ দ্বীপসহ অন্যান্য বিষয়ে বিরোধ নিষ্পত্তির ওপর।

nonameবৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-জাপান শান্তিচুক্তি সমস্যা সমাধানে আরও বেশি সময় ও ধৈর্য প্রয়োজন, যাতে করে উভয় পক্ষ একটি সন্তোষজনক সমাধান খুঁজে বের করতে পারে।

পুতিন বলেন, শান্তিচুক্তি নিয়ে দুই দেশ ইতোমধ্যে অনেক বছর আলোচনা করেছে। তবে আরও বেশি সময় প্রয়োজন। উভয় দেশের প্রধান কর্তব্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বিক ও স্থায়ীভাবে উন্নয়ন করতে থাকা। একইসঙ্গে দুই রাষ্ট্রের পৌঁছানো মতৈক্যে উভয় দেশের জনগণ ও সামাজিক জনমতের সমর্থন পেতে হবে।

টোকিও'র সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের ব্যাপারে মস্কো আগ্রহী বলেও মন্তব্য করেন পুতিন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, শান্তিচুক্তি কঠিন হলেও এ বিষয়টির সমাধান করতে চায় টোকিও। দুই দেশের কূটনৈতিক বিভাগের প্রতিনিধিদের আন্তরিক আলোচনাকে স্বাগত জানান তিনি।

শিনজো আবে বলেন, এ সমস্যার সমাধান ত্বরান্বিত করতে দুই দেশের প্রতিনিধিরা ফেব্রুয়ারিতে নতুন দফা আলোচনা শুরু করবেন। সূত্র: রয়টার্স, চায়না ডটকম।