চীনে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত বরখাস্ত

চীনে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি জন ম্যাককালামকে পদ ছাড়তে বলেছেন। ট্রুডো’র বিবৃতিতে তাকে বরখাস্তের কোনও কারণ দেখানো হয়নি।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডার জনগণকে সম্মানের সঙ্গে সেবা করেছেন জন ম্যাককালাম। তিনি সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন। তাকে ও তার পরিবারকে ধন্যবাদ।

দৃশ্যত চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের চিফ ফিনান্সিয়াল অফিসার মেং ওয়ানঝুর প্রত্যর্পণ নিয়ে মন্তব্যের জেরে তাকে বরখাস্ত করা হয়ে থাকতে পারে।

ম্যাককালাম প্রকাশ্যে বলেছিলেন, ওয়েনঝুকে প্রত্যর্পণের মার্কিন অনুরোধে বড় ধরনের বিচ্যুতি রয়েছে। পরে অবশ্য ওই বক্তব্য নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। দুঃখ প্রকাশের পরদিন শুক্রবার তিনি ফের মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র প্রত্যর্পণের অনুরোধ তুলে নিলে সেটি ‘কানাডার জন্য অনেক ভালো’ হতো। সূত্র: আনাদোলু এজেন্সি।