সেনা সমর্থন আদায়ে গোপনে তৎপর ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের জন্য সেনাবাহিনীর সমর্থন আদায়ে তৎপরতা চালাচ্ছেন দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এ লেখা এক নিবন্ধে তিনি দাবি করেছেন, সমর্থন আদায়ের জন্য এরইমধ্যে সেনাবাহিনীর সঙ্গে গোপনে বৈঠক হয়েছে তার। তবে তিনি ঠিক কাদের সঙ্গে বৈঠক করেছেন সে ব্যাপারে কিছু বলেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

হুয়ান গুইদো
গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুইদো। বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ মাদুরোকে দ্বিতীয় মেয়াদে ‘অবৈধ ঘোষণা’র পরই ওই পদক্ষেপ নেন তিনি। গুইদোর দাবি, প্রেসিডেন্ট অবৈধ ঘোষিত হওয়ার পর জাতীয় পরিষদ প্রধান হিসেবে সাময়িকভাবে দায়িত্বগ্রহণের সাংবিধানিক এখতিয়ার তার আছে। কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত অন্তত ২০টি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে। রবিবারের মধ্যে নতুন নির্বাচনের ডাক না দিলে গুইদোকে সমর্থন দেবেন বলে মাদুরোকে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়ন নেতারাও। তবে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীনের সমর্থন রয়েছে মাদুরোর প্রতি। আর বিভিন্ন দেশের সমর্থন পাওয়া গুইদো তৎপরতা চালাচ্ছেন দেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমর্থন আদায়ের।

বুধবার (৩০ জানুয়ারি) নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে গুইদো লিখেছেন, ‘সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আমাদের গোপন বৈঠক হয়েছে। মাদুরো থেকে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিলে তা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠবে। সরকার পরিবর্তনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেশিরভাগই এ ব্যাপারে সম্মত হয়েছেন যে, দেশের সাম্প্রতিক এ দুর্দশা অসমর্থনযোগ্য।’

ওই নিবন্ধে আরও বলা হয়, ‘মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত না হওয়া সশস্ত্র বাহিনীকে’ সাধারণ ক্ষমা ঘোষণার প্রস্তাব দিয়েছে সরকারবিরোধী পক্ষ। তবে গুইদো সেনাবাহিনীর কোন কোন সদস্যের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পদবী কী সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভেনেজুয়েলার শীর্ষ সামরিক প্রতিনিধি কর্নেল হোসে লুই সিলভা পক্ষত্যাগ করলেও জ্যেষ্ঠ সেনা সদস্যরা মাদুরোর পক্ষে আছেন।

ভেনেজুয়েলার সেনাবাহিনী
বুধবার (৩০ জানুয়ারি) স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর সমর্থকরা পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে। এদিন রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ছোট ছোট বিক্ষোভ-সমাবেশ হয়েছে। শহরের পূর্বাঞ্চলীয় এলাকা আলতামিরাতেও বিক্ষোভ হয়েছে।এদিন স্বঘোষিত প্রেসিডেন্ট গুইদো ভেনেজুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটির হাসপাতালের সামনে এক বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা সেখানে স্লোগান দিচ্ছিলো, ‘গুইদো এখানে আছেন,গুইদো তার সঙ্গে করে আমাদের ভরসাকেও নিয়ে এসেছেন।’

সমাবেশে গুইদো বলেন,‘আমরা ভেনেজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা ঘুচাতে পারব।’ নতুন করে আবারও দেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমর্থন চান তিনি। বুধবার (৩০ জানুয়ারি) হুয়ান গুইদো’র দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভেনেজুয়েলার সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস। একইসঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়। 

এদিকে মাদুরো অভিযোগ করে আসছেন, বিরোধীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে। মাদুরোর দাবি,তাকে উৎখাতের জন্য অর্থনৈতিক যুদ্ধে মেতেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক ভিডিও বার্তায় মাদুরো ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন না দিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর একদিন আগে রুশ বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো জানান, ‘ভেনেজুয়েলার শান্তি ও ভবিষ্যতের কথা বিবেচনা করে’ তিনি গুইদোর সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন।