গিনিতে স্বর্ণের খনি ধসে ১৭ জনের প্রাণহানি

আফ্রিকার দেশ গিনিতে রবিবার একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। ভূমিধসের শিকার খনিটির অবস্থান সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের নরাসোবা এলাকায়। সোমবার পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

nonameপুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট মার্কাস বাঙ্গৌরা বলেন, গ্রামবাসী বলছেন এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে নিহতদের প্রকৃত সংখ্যা এখনই নিশ্চিত করা সম্ভব নয়।

দীর্ঘদিন ধরে খনিটিতে কাজ করা শ্রমিকরা জানিয়েছেন, ইতোপূর্বে তারা সেখানে দুর্ঘটনার কোনও ঝুঁকি দেখতে পাননি। ফলে রবিবারের আকস্মিক দুর্ঘটনা ছিল তাদের জন্য বিস্ময়কর।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার এ দেশটিতে স্বর্ণ, হীরা, বক্সাইট (অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক) এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। তবে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকলেও সেসব যথার্থভাবে কাজে লাগাতে না পারায় এর সুফল সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে গেছে।