সংকট উত্তরণে পোপের শরণাপন্ন মাদুরো

ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শরণাপন্ন হয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ ব্যাপারে সাহায্য চেয়ে পোপের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। সোমবার ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো বলেন, পোপকে লেখা চিঠিতে তিনি তাকে সংলাপের জন্য সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে নিজেকে যীশু খ্রিস্ট দ্বারা অনুপ্রাণিত হিসেবে আখ্যায়িত করেন ৭০ শতাংশ ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

টেলিভিশন চ্যানেল স্কাই টিজি২৪-কে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো বলেন, পোপের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ ছাড়াও বিভিন্ন দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন মাদুরো। এর মধ্যে ডজনখানেক ইউরোপীয় দেশও রয়েছে।

এদিকে মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে ভেনেজুয়েলাকে যে কোনও মূল্যে রক্ষার অঙ্গীকার করেছেন মাদুরো। সোমবার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন অঙ্গীকার করেন। মাদুরো বলেন, আমার জীবন দিয়ে এই দেশকে রক্ষা করবো।

নিকোলাস মাদুরো বলেন, যারা এই দেশে হস্তক্ষেপের জন্য বিদেশিদের আহ্বান জানাচ্ছে, যারা নিজেদের সাম্রাজ্যবাদী শয়তানের কাছে সঁপে দিয়েছে আমরা সত্যিকারের ভেনিজুয়েলাবাসী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

অন্যদিকে ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের জন্য মাদুরোর ওপর চাপ প্রয়োগের উদ্যোগ নিয়েছে আঞ্চলিক দেশগুলোর জোট লিমা গ্রুপের অধিকাংশ সদস্য। তবে রয়টার্স জানিয়েছে, মাদুরোকে উৎখাতের জন্য যেকোনও পদক্ষেপের বিরোধিতা করছে এ জোটের গুরুত্বপূর্ণ সদস্য মেক্সিকো। ফলে দেশটিকে এ ব্যাপারে রাজি করানোই এখন জোটের অন্য দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।