অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, দুইজনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় চলমান বন্যায় দুজনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। কিছু এলাকায় এখনও ভারী বর্ষন অভ্যাহত রয়েছে। বন্যা কবলিত উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার প্রচন্ড বর্ষণ অব্যাহত থাকায় কর্তৃপক্ষ এ অঞ্চলে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আরো ব্যাপক বন্যার সতর্কতা জারি করেছে।  

_105480793_8d850b47-4890-41f2-badf-427fdc8af83e

সম্প্রতি ভারী বর্ষণে অস্ট্রেলিয়ার বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গত দশদিনে সেখানে ৩.৩ ফিটের বেশি বৃষ্টিপাত হয়েছে।  বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টাউন্সভিল থেকে সাড়ে ৬শ’র বেশি লোককে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে প্রায় ১১ হাজার ঘরবাড়ি মঙ্গলবার বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে।। এছাড়া নয় হাজারেরও বেশি লোক সাহায্য চেয়েছে। আগামী দিনে বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

প্রাণ হারানো দুইজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তারা দুজনই পুলিশ এবং তাদের বয়স ২১ ও ২৩। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে হাজার হাজার বাড়ি ডুবে গেছে।

এখন পর্যন্ত আটকা পড়া ১৯জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে আটকা পড়ে আছেন।

এদিকে প্রধানমন্ত্রী স্কট মরিসন বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন। এক শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় সেখানে হাজার হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন বিমানবন্দর। তিনি বলেন, সেখানে অবস্থার আরো অবনতি ঘটতে যাচ্ছে। এ বন্যার কারণে যারা গৃহহীন হয়ে পড়েছেন তিনি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।