নিউ জিল্যান্ডে মানবপাচারে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত দম্পতি

নিউ জিল্যান্ডে মিষ্টির ব্যবসা করা বাংলাদেশি বংশোদ্ভূত এক দম্পতিকে মানবপাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাদের দুইজনের বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়া ও বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগও গঠন করা হয়েছে। অভিযুক্তদের আগামী সোমবার (১১ ফেব্রুয়ারি) শুনানির জন্য অকল্যান্ডের আদালতে হাজির করা হবে।Auckland-District-Court-Maps-1120 সংশ্লিষ্ট অভিযুক্তদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ আতিকুল ইসলাম ও অপরজন তার স্ত্রী নাফিসা আহমেদ। মানবপাচারের অভিযোগ প্রমাণিত হলে তাদের দুইজনেরই ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।
এছাড়াও অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া এবং প্রমাণ নষ্ট করার দায়ে তাদের আরও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হতে পারে। এর পাশাপাশি দেওয়া হতে পারে এক লাখ ডলারের জরিমানার রায়।
আতিকুল ইসলামের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগও রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিউ জিল্যান্ডের অভিবাসন আইন অনুযায়ী তার আরও সাত বছরের কারাদণ্ড হতে পারে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিচার প্রক্রিয়া শেষ হতে তিন সপ্তাহর মতো লাগতে পারে।