কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর শীর্ষ উপদেষ্টার পদত্যাগ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শীর্ষ উপদেষ্টা পদত্যাগ করেছেন। প্রকৌশল খাতের বৃহৎ কোম্পানি এসএনসি-লাভালিনের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের কারণে সোমবার তিনি তার পদ থেকে সরে দাঁড়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

Top

সম্প্রতি এসএনসি-লাভালিন বিতর্কে সঙ্কটে জড়িয়ে পড়েছে সরকার। এসএনসি-লাভালিন ইস্যুতে ফৌজদারি বিচার চলছে কানাডায়। ওই বিচারে হস্তক্ষেপ করতে প্রধানমন্ত্রী ট্রুডোর অফিস থেকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এমন অভিযোগ তোলা হয়েছে। এসএনসি-লাভালিন হলো কানাডার মন্ট্রিল ভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা বিভিন্ন দেশে নির্মাণ কাজে অংশ নিয়ে থাকে।

পদত্যাগ করে বাটস বলেন, আট মাসের মধ্যে আরেক কঠিন ভোটযুদ্ধ মোকাবেলা করতে যাওয়া এই সরকারকে বেকায়দা পরিস্থিতি থেকে রক্ষা করতে তিনি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন।

এক বিবৃতিতে বাটস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘সুনিশ্চিতভাবে’ প্রত্যাখান করেছেন।

২৫ বছর ধরে ট্রুডোর সহযোগী ছিলেন বটাস। মন্ট্রিলে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা। ২০১৫ সালের নির্বাচনে ট্রুডোর বিজয়ের মুল পরিকল্পনাকারীদের অন্যতম এবং তার দীর্ঘদিনের বন্ধু গেরি বাটস।