কায়রোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত

মিসরের রাজধানী কায়রোর আল আজহার মসজিদের কাছে এক বোমা হামলায় অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত তিন বেসামরিক। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আল আজহার মসজিদ

প্রতিবেদনে বলা হয়,সোমবার পুলিশ এক সন্ত্রাসীকে আটক করার সময় তার কাছে থাকা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ‌ওই ব্যক্তির কাছে থাকা বিস্ফোরক ডিভাইসগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এতে ওই জঙ্গির মৃত্যু হয় এবং জাতীয় নিরাপত্তা বিভাগের এক পুলিশ কর্মকর্তা ও কায়রো ইনভেস্টিগেশন্স (ডিপার্টমেন্ট) এর আরেক কর্মকর্তা মারা যান। 

এক বিবৃতিতে পুলিশ জানায়, গত শুক্রবার কায়রোর পশ্চিমাংশে পুলিশের টহল দলের ওপর হামলার চেষ্টার ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশির সময় পুলিশ এই জঙ্গির পিছু নিয়েছিল। ধাওয়া করার এক পর্যায়ে আল আজহার মসজিদের কাছে কায়রোর পুরনো এলাকায় সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আহত তিন বেসামরিকের মধ্যে থাইল্যান্ডের এক শিক্ষার্থীও রয়েছেন এবং তার আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।