তুরস্কে আফগানিস্তান ইস্যুতে বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া

তুরস্কের রাজধানী আঙ্কারায় আফগানিস্তানের শান্তি আলোচনা নিয়ে বৈঠকে বসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিরা। মার্কিন দূত জালমায় খালিজাদ ও রুশ দূত জামির কাবুলোভ রুশ দূতাবাসে বৈঠক শুরু করেছেন। সেখানে উপস্থিত রয়েছেন তুরন্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসি ইয়েরোভ।

downloadটুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসবাদে মদদের অভিযোগে আফগানিস্তানের তৎকালীন  শাসকগোষ্ঠী তালেবান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০০১ সালে সেই যুদ্ধ শুরুর দেড় যুগ পেরিয়ে গেলেও আফগানিস্তান থেকে তালেবান নির্মূল করতে পারেনি যুক্তরাষ্ট্র। দেশটির সহায়তায় একটি সরকার পরিচালিত হলেও তালেবান এখনও আফগানিস্তানের বড় অংশ নিয়ন্ত্রণ করে। চলমান যুদ্ধের ইতি টানতে তালেবানের সঙ্গে সম্প্রতি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

আঙ্কারার এই বৈঠক চলে এক ঘণ্টার বেশি সময় ধরে। এর আগে গত ডিসেম্বরে মস্কোতে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন দুই দেশের কর্মকর্তারা।  আফগান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র এই আলোচনা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে।

তালেবান নেতারা আফগান রাজনীতিবিদ ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসলেও কাবুল সরকারের সঙ্গে কোনও সমঝোতায় যেতে চায়নি তারা।

কাবুল সরকারের দাবি, যেকোনও শান্তি আলোচনাই সরকারের নেতৃত্বে হতে হবে।