নিরাপত্তা পরিষদে সংস্কারের আহ্বান রুশ পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কারের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার ভিয়েতনামের হো চি মিন শহরে ‘ইন্টারন্যাশনার কোঅপারেশন ইন এ ট্রাবলড ওয়ার্ল্ড’ শীর্ষক এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আহ্বান জানান।

সের্গেই ল্যাভরভতিনি বলেন, বিশ্ব সংস্থার নীতি নির্ধারণী পর্যায়ে উন্নয়নশীল অঞ্চলের প্রতিনিধিত্ব পর্যাপ্ত নয়।

সের্গেই ল্যাভরভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের সময় পার হয়ে যাচ্ছে। এ সংস্থায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল অঞ্চলের প্রতিনিধিত্বকে অবমূল্যায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক তৃতীয়াংশ দেশই ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আমরা সেখানে বৈচিত্র্য দেখতে চাই। কিন্তু আমার ধারণা, পশ্চিমা দেশগুলো এই কাঠামোতে আর কাউকে যুক্ত করতে চায় না। সূত্র: আনাদোলু এজেন্সি।