পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তার ফল ঘরে তুলতে চায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কর্নাটকের বিজেপি প্রধান বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে হামলা চালিয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাভবান হবেন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ২২টির বেশি আসন লাভ করবেন তিনি।
বুধবার এক সংবাদ সম্মেলনে বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘আবহাওয়া যেদিকে যাচ্ছে... তাতে করে বিজেপি-র হাওয়া ভালো এবং অনেক বেশি আসন লাভ করার সম্ভবনা আছে। মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী যেভাবে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে, তারপর থেকে সারা দেশেই মোদির ঢেউ দেখা যাচ্ছে। এর ফল দেখা যাবে, আগামী লোকসভা নির্বাচনের সময়।'
সমালোচকরা বলছেন, যখন পাকিস্তানের হাতে ভারতীয় বাহিনীর একজন পাইলট বন্দি অবস্থায় রয়েছেন সেই মুহূর্তে এ হামলাকে নির্বাচনে জয়ের হাতিয়ারে পরিণত করতে চাইছে বিজেপি।
বি এস ইয়েদুরাপ্পা বলেন, এই হামলার ফলে যুব সমাজ উদ্বুদ্ধ হয়েছে। ফলে কর্নাটকে ২২টির বেশি আসন লাভ করার সম্ভবনা দেখা যাচ্ছে।
বর্তমান পার্লামেন্টে বিজেপির হাতে এ রাজ্যের ১৬টি আসন রয়েছে। কংগ্রেসের কাছে আছে ১০টি এবং জনতা দল সেকুলারের কাছে রয়েছে দুইটি আসন।
এদিকে বি এস ইয়েদুরাপ্পা’র বক্তব্যের কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলোর নেতারা। তারা বলছেন, পাকিস্তানে হামলা নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে বিজেপি।
কংগ্রেসের তরফ থেকে টুইট করে ইয়াদুরাপ্পার এই বিবৃতির সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'তাদের (বিজেপি) কোনও লজ্জা নেই। সারা দেশে চলছে প্রবল উত্তেজনা, আমাদের পাইলটকে পাকিস্তানে আটকে রাখা হয়েছে। সেনাদের পরিবারগুলোকে ভয়ের ছায়া গ্রাস করেছে। আর বিজেপি নিজেদের আসন গুনছে... আসলেই নিচু স্তরের রাজনীতি।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।