পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা নিরসনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তিসঙ্গত কারণেই ভারত ও পাকিস্তানের কাছ থেকে আমাদের কাছে ইতিবাচক খবর আসছে। তাদের নিবৃত করার প্রচেষ্টায় আমরা যুক্ত ছিলাম। আমাদের কাছে ভালো খবর আছে। আশা করছি বিদ্যমান পরিস্থিতির অবসান ঘটবে।
এর আগে পাকিস্তানে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় দুই দেশকেই যেকোনও মূল্যে উত্তেজনা এড়িয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পাকিস্তান দুই ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর এ আহ্বান জানান তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উভয়ের সঙ্গে আলোচনাকালেই তিনি উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ওপর জোর দিয়েছেন।
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্যসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর পক্ষ থেকেও দুই দেশকে উত্তেজনা এড়িয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। সূত্র: সিএনএন, ডন, এনডিটিভি।