ইমরানের সঙ্গে দেখা করলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই-কমিশনার

প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন  ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহাইল মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক বিবৃতির সূত্রে সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। ভারতের কাশ্মিরে জইশ-ই মুহাম্মদের হামলার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেওয়ার পর তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আবারও তিনি দায়িত্ব পালনে ভারতে ফিরছেন।

সোহাইল মাহমুদকাশ্মিরের পুনওয়ামাতে ভারতের আধাসামরিক বাহিনীর ওপর ১৪ ফেব্রুয়ারির জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত আত্মঘাতী হামলায় সরাসরি ইসলামাবাদকে দায়ী করে আসছে ভারত। ৪০ জন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ওই করুণ ঘটনার প্রেক্ষাপটে জইশকে ‘পাকিস্তান সেনাবাহিনীর গর্ভজাত’ আখ্যা দিয়ে দিল্লি দাবি করে, তাদের প্রত্যক্ষ ইন্ধনেই ওই হামলা হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হলে ১৮ ফেব্রুয়ারি ভারতে নিযুক্ত হাইকমিশনারকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

ডন পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, নিজ দায়িত্বের অংশ হিসেবে হাইকমিশনার সোহাইল মাহমুদ আবারও ভারতে ফিরছেন। ফেরার আগে তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ নিয়ে গেছেন।