প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহাইল মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক বিবৃতির সূত্রে সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। ভারতের কাশ্মিরে জইশ-ই মুহাম্মদের হামলার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেওয়ার পর তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আবারও তিনি দায়িত্ব পালনে ভারতে ফিরছেন।
ডন পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, নিজ দায়িত্বের অংশ হিসেবে হাইকমিশনার সোহাইল মাহমুদ আবারও ভারতে ফিরছেন। ফেরার আগে তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ নিয়ে গেছেন।