শিল্প খাতে চীনের প্রবৃদ্ধি ১৭ বছরের মধ্যে সবচেয়ে তলানিতে

২০১৯ সালের প্রথম দুই মাসে শিল্প খাতে চীনের প্রবৃদ্ধি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে তলানিতে পৌঁছেছে। এ ঘটনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির অর্থনীতিতে আরও দুর্বলতার ইঙ্গিত বলে প্রতীয়মান হচ্ছে। ফলে এ থেকে উত্তরণে বেইজিংকে আরও পদক্ষেপ নিতে হবে।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameএ বছরের প্রথম দুই মাসে শিল্প খাতে চীনের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩ শতাংশ, যা সরকারের প্রত্যাশার চেয়ে কম। ২০০২ সাল থেকে এ পর্যন্ত শিল্প খাতে এটিই চীনের সবচেয়ে শ্লথ গতির প্রবৃদ্ধি।

২০১৮ সালের ডিসেম্বরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭ শতাংশ। ধারণা করা হয়েছিল, এ বছরের গোড়ার দিকে এ হার কমে ৫ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে। কিন্তু বাস্তবে এ হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ। বিশ্লেষকদের ধারণা, এ বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান অবস্থা কাটিয়ে উঠা চীনের জন্য কঠিন হবে। তবে অর্থনীতিতে ফের সুদিন ফেরাতে সচেষ্ট রয়েছেন প্রধানমন্ত্রী লি খোয়াচিয়ামসহ দেশটির নেতারা। সম্প্রতি এ লক্ষ্যে  নানা পদক্ষেপও ঘোষণা করেছে  কর্তৃপক্ষ।