ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় চার সন্দেহভাজন আটক

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুইটি মসজিদে হামলার ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে সেদেশের পুলিশ। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। শুক্রবার (১৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউ জিল্যান্ডের পুলিশ
স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। হামলার পর পুলিশের তরফ থেকে বেশ কয়েক জন হতাহত হওয়ার কথা জানালেও এখন পর্যন্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ৯ থেকে ২৭ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে। 

হামলার পর ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, ‘চার সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।’

পুলিশ কমিশনার আরও বলেন, এ হামলা যে শুধু ক্রাইস্টচার্চে সীমাবদ্ধ থাকবে এমন কোনও ধারণায় উপনীত হওয়া সম্ভব নয়। এ মুহূর্তে ধারণার বশবর্তী হয়ে কোনও কথা বলার সুযোগ নেই।