ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলাকারীর গাড়ি থেকে বেশ কিছু বিস্ফোরক (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করেছে নিউ জিল্যান্ডের পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এ তথ্য নিশ্চিত করেন। তবে দুর্বৃত্তদের আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল কিনা তা জানা যায়নি।

হামলাস্থল

স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। হামলায় ৪০ জনের প্রাণহানি হওয়ার কথা নিশ্চিত করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী। এরইমধ্যে এ ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

হামলার পর পরই পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে। নিউ জিল্যান্ডের সেনাবাহিনী সেগুলো নিষ্ক্রিয় করেছে। পরে জাসিন্ডা আরডার্ন নিশ্চিত করেন, সেগুলো হামলাকারীর গাড়ি থেকেই উদ্ধার হয়েছে।