ইরানে বিমান অবতরণের সময় আগুন

ইরানের তেহরান মেহরাবাদ বিমানবন্দরে একটি বিমান অবতরণের সময় আগুন লাগে। তবে এতে থাকা ১০০ যাত্রীর সবাইকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

2012_3_21-Iran-Air

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামি রিপাবলিক নিউ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানে আগুন জ্বলছে। অবতরণের সময় পেছন থেকে ছোট বিস্ফোরণও চোখে পড়ে। জরুরি ব্যবস্থাপনা প্রধান পির হোসেইন কোলিভান্দ বলেন, ‘অবতরণের সময় একটি ল্যান্ডিং গিয়ার পুরোপুরি না খোলায় আগুন ধরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, ওই বিমানচালক বিমানের পেছনের চাকার করিডোর খুলতে পারছিলেন না। তাই অবতরণের আগে বেশ কয়েবার বিমানবন্দর ঘিরে ঘুরপাক খায় বিমানটি।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা দাবি করেন বিমানে ২৪ জন যাত্রী ও ৯ জন কর্মী ছিলেন। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে এই সংখ্যা সাংঘর্ষিক হওয়ায় ব্যাপরে কোনও মন্তব্য করেননি তিনি।

বিগত বছরগুলোতে ইরানে বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।