ভারতে সহকর্মীর গুলিতে নিহত ৩ সিআরপিএফ সদস্য

ভারতে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর এক সদস্যের সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকলে প্রাণ হারান আরও তিন সেনা। এরপর ওই সদস্য আত্মহত্যারও চেষ্টা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

central-reserve-shutdown-outside-closed-personnel-market_d34286e4-4b3e-11e9-bf2d-62d340f7f10c

গোলাগুলির পর সিআরপিএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান সেখানে। সিআরপিএফ কমান্ডার হারিন্দর কুমার বলেন, তিনজন জওয়ান নিহত হয়েছেন ও তাদের গুলি করা একজন গুরুতর আহত।

নিহত তিনজনই হেড কনস্টেবল। তাদের গুলি চালানো কনস্টেবল অজিত কুমারকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গোলাগুলির কারণ এখনও জানা যায়নি।

দুই মাস আগেই একইরকম এক ঘটনায় সিআরপিএফ সদস্যের গুলিতে দুই সহকর্মী নিহত হয়েছিলেন। সেসময় বিষয়টাকে ‘ব্যক্তিগত কারণ’ বলে দাবি করেছিলেন কর্মকর্তারা। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে ঘাজিয়াবাদে বিএসএফ সদস্য তার সহকর্মীদের ওপর গুলি চালিয়েছিলো।