কাশ্মিরে ভারতীয় বাহিনীর ‘জঙ্গিবিরোধী’ অভিযানে এক শিশু নিহত

জম্মু-কাশ্মিরের বান্দিপোরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘জঙ্গিবিরোধী অভিযান’ চলার সময় দুই পক্ষের বন্দুকযুদ্ধে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটিকে জঙ্গিরা জিম্মি করে রেখেছিল বলে দাবি করেছে পুলিশ। বন্দুকযুদ্ধ শেষে জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযান চালানোর সময় ধ্বংসস্তূপের নিচ থেকে আতিফের মৃতদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য
বৃহস্পতিবার (২১ মার্চ) বান্দিপোরের একটি বাড়িতে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের পাশাপাশি ওই বাড়িতে দুই বেসামরিকও আটকে পড়ে। এর মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হলেও আতিফ নামের শিশুটিকে জিম্মি করে ফেলে সন্দেহভাজন জঙ্গিরা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সেখানে নিরাপত্তা বাহিনী ও বন্দুকযুদ্ধ শুরু হয়। রাতে ওই বাড়িটি বোমা মেরে উড়িয়ে দেয নিরাপত্তা বাহিনী। নিহত হয় দুই সন্দেহভাজন জঙ্গি। পুলিশের দাবি, নিহতদের মধ্যে লস্কর ই তায়্যিবার এক সদস্যও রয়েছে। পরে ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার হয় আতিফ।