ইসরায়েলে রকেট হামলায় আহত ৬

ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে সোমবার ভোরে একটি রকেট আঘাত হেনেছে। সেখানকার একটি বাড়িতে রকেটটি আঘাত হানলে অন্তত ছয়জন আহত হয় বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দীর্ঘপাল্লার ওই রকেটটি নিক্ষেপ করা হয়েছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

noname২০১৪ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পর এ ধরনের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাশন বলেছেন, গাজা উপত্যকা থেকেই রকেটটি নিক্ষেপ করা হয়েছিল। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, রকেটের আঘাতে তেল আবিব সংলগ্ন মিশমেরেত এলাকার একটি বাড়িতে আগুন ধরে যায়। তবে এটি আঘাত হানার কয়েক মিনিট আগেই ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আহত ছয় ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।

এমন সময়ে এ হামলা চালানো হলো যখন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে রকেট হামলার খবর পেয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিল করে দ্রুত দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার কঠোর জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।