চীন যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

সামনের সপ্তাহে চীন সফরে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের যন্ত্রাংশ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সৃষ্ট উত্তেজনা কমাতেই তার এই সফর বলে ধারণা করা হচ্ছে। 

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নসাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক শীথল হয়েছে। গত নভেম্বরে নিউ জিল্যান্ডের গোয়েন্দা সংস্থা হুয়াওয়ের যন্ত্রাংশ দিয়ে তৈরি স্পার্ক ফোন কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেয়। তাদের দাবি, এতে নেটওয়ার্ক নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে  ‘ফাইভ আইস’ নামে একটি নিরাপত্তা জোটের সদস্য  নিউ জিল্যান্ড। সেই জোটে আরও আছে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। জাতীয় নিরাপত্তা প্রশ্নকে সামনে এনে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় বাণিজ্যক সহযোগী হচ্ছে চীন। তাদের দুধ ও কৃষিপণ্যের অন্যতম আমদানিকারণ বেইজিং। গত মাসে আর্ডার্ন বলেছিলেন, হুয়াওয়ে যন্ত্রাংশের ব্যবহার নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আসেনি।

২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর চীন সফরের কথা বলে আসছেন জাসিন্ডা। তবে ব্যস্ততার কারণে তা বাস্তব রুপ পায়নি। এবার তাই তার প্রথম সফর হতে যাচ্ছে দেশটিতে।