জার্মানির বদলে ভুলে স্কটল্যান্ডে অবতরণ ব্রিটিশ বিমানের

জার্মানির উদ্দেশে সোমবার লন্ডন থেকে যাত্রা করেছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট। উড্ডয়নের পর যথারীতি অবতরণ করে বিমানটি। কিন্তু অবতরণের পর যাত্রীরা দেখতে পান এটি তাদের গন্তব্যস্থল নয়। জার্মানির বদলে বরং ভুল করে গন্তব্য থেকে ৫২৫ মাইল দূরে অবস্থিত স্কটল্যান্ডে গিয়ে পৌঁছেছেন তারা।

nonameজার্মানির ডুসেলডর্ফ এলাকায় অবতরণের কথা ছিল বিমানটির। কিন্তু বাস্তবে সেটি অবতরণ করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষে কার্যক্রম পরিচালনাকারী ডব্লিউডিএলের ভুল ফ্লাইট প্ল্যানের কারণে সংকট তৈরি হয়েছে। ওই ফ্লাইট প্ল্যান অনুযায়ী পাইলট এডিনবার্গের দিকে অগ্রসর হন। এই দুর্ভাগ্যজনক ভুলের ঘটনায় তদন্ত করছে ডব্লিউডিএল এভিয়েশন।

পরে জ্বালানি নিয়ে এডিনবার্গ থেকে সরাসরি পূর্ব নির্ধারিত গন্তব্যস্থল জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে যাত্রা করে বিমানটি। সূত্র: সিএনএন।