প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে নির্বাচন করবে শিবসেনা

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম শরিক  দল শিব সেনা। বৃহস্পতিবার তারা জানায়, প্রদশটিতে ১৫টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।  

পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার

আগামী ১১ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। দেশটিতে প্রায় ৯০ কোটি ভোটার রয়েছে। তাদের আকৃষ্ট করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলগুলো।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, ‘আমরা আজ ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করলাম। খুব শিগগিরই আরও চারজনকে মনোনয়ন দেবো। পশ্চিবঙ্গে বিজেপি কখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে ওঠে না। তাই শিবসেনা এখানে এসেছে।’

তমুলক, কাঁথি, মেদিনীপুর, উত্তর কলকাতা. পুরুলিয়া, ব্যারাকপুর, বাঁকুড়া. বারাসত, বিষ্ণুপুর, উত্তর মালদা ও যাদবপুরে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।  ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে শিবসেনা ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সাফল্যের মুখ দেখেনি।