রুশ সংযোগ নিয়ে ‘ধাপ্পাবাজি’ শেষ: ট্রাম্প

মার্কিন নির্বাচনে রুশ সংযোগের অভিযোগ নিয়ে ‘ধাপ্পাবাজি’র সুযোগ শেষ বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ সংযোগের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর প্রথমবারের মতো কোনও র‌্যালিতে অংশ নিয়ে বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

merlin_152746545_113234c9-d287-4d10-b015-e18b9e8fea45-facebookJumbo

২০১৯ সালের ২২ মার্চ ট্রাম্পের রুশ সংযোগ বিষয়ক বিশেষ তদন্তকারী রবার্ট মুলার দেশটির আইনমন্ত্রীর কাছে তার তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের আঁতাতের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতের ৯০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন,তিন বছরের মিথ্যা অভিযোগের পর অবশেষে রুশ সংযোগের রুপকথা শেষ হলো। সব জল্পনা-কল্পনা শেষ। তার দাবি,‘যারা নির্বাচনে হেরে গিয়েছিলো তারাই অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে নির্দোষ মার্কিনিদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে।’

এর আগে মুলার প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাম্পে বলেছিলেন, ‘কোনও আঁতাত হয়নি, কোনও বাধাও দেওয়া হয়নি।’ এতদিন ধরে রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদনটিকে ‘উইচহান্ট’ আখ্যা দিয়ে আসা ট্রাম্প রবিবার বলেছেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয় যে, দেশকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে।’ ট্রাম্পের দৃষ্টিতে মুলারের তদন্ত কর্মকাণ্ড ‘অবৈধ তৎপরতা, যা ব্যর্থ হয়েছে।’

২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। অভিযোগ রয়েছে, এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মস্কো প্রপাগান্ডা ছড়িয়েছিল, যাতে সামাজিক যোগাযোগমাধ্যম পালন করেছিল বড় ভূমিকা। গত শুক্রবার (২২ মার্চ) বিশেষ তদন্তকারী রবার্ট মুলার তার তদন্ত প্রতিবেদন মার্কিন আইনমন্ত্রী উইলিয়াম বারকে হস্তান্তর করেছেন। প্রতিবেদনের বিষয়ে কংগ্রেসকে দ্রুত অবহিত করার পূর্ব ঘোষণা অনুযায়ী গত রবিবার প্রতিবেদনের সারসংক্ষেপ জানিয়ে কংগ্রেসের কাছে চিঠি লেখেন উইলিয়াম বার। সেখানেই উঠে আসে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার কর্তৃক ট্রাম্পকে অভিযুক্ত না করার তথ্য।