ভেনেজুয়েলার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের

ভেনেজুয়েলার চলমান সংকটে দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। সোমবার আঙ্কারায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

12মেভলুত কাভুসোগলু বলেন, ভেনেজুয়েলার প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। কেননা, এই সংকট পুরো ল্যাটিন আমেরিকা এমনকি ক্যারিবিয়ান অঞ্চলকেও প্রভাবিত করবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়। অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের নীতির অংশ হিসেবেই এ স্বীকৃতি।

এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো স্বীকার করেছেন, সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করা যাবে না। তিনি বলেছেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের লক্ষ্য অর্জনের জন্য সেনাবাহিনীর সমর্থন প্রয়োজনীয়। সরকার সমর্থক সশস্ত্র মিলিশিয়াদের হাত থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য সামরিক বাহিনীর সমর্থন প্রয়োজন।

২০১৯ সালের জানুয়ারিতে গুইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার প্রায় ৯০ শতাংশ মানুষ তাকে সমর্থন করছেন। গুইদোকে সমর্থন জানায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে দেশটির সেনাবাহিনী এখন পর্যন্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি অনুগত রয়েছে।

রবিবার ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যুৎ স্বল্পতার কারণে তারা কর্মঘণ্টা কমিয়ে আনছেন। স্কুলগুলো বন্ধ রাখা হচ্ছে। ফলে স্থানীয় সময় ২টায় সরকারি কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বিবিসিকে গুইদো বলেন, বারবার বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও পানির স্বল্পতার কারণে হাসপাতাল, গণপরিবহন, পানি ও অন্যান্য সেবা বাধাগ্রস্ত হচ্ছে। মাদুরোর সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আরও বাড়ছে।

গুইদো দাবি করেন, রাজধানী কারাকাসসহ বেশ কয়েকটি রাজ্যের ২০টিরও বেশি জেলায় বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণ বিদ্যুৎ ও পানি সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি করছে। তারা চাইছে মাদুরোর উৎখাত। এটাই মূল দাবি। তবে সরকারের দাবি, মাদুরোকে উৎখাত করতেই ষড়যন্ত্র করে বিদ্যুতের ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত স্বঘোষিত প্রেসিডেন্টের সমর্থকরা। সূত্র: আনাদোলু এজেন্সি।