তুরস্কের কাছে এফ ৩৫ সরবরাহ স্থগিত যুক্তরাষ্ট্রের

তুরস্কের কাছে অত্যাধুনিক এফ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ স্থগিতের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার জের ধরেই ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি তুরস্কের কাছে এফ ৩৫ সরবরাহ স্থগিতের বিষয়টি আঙ্কারাকে জানিয়ে দেওয়া হয়েছে।

এফ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ স্থগিত হয়ে যাওয়ায় এর প্রশিক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতির পরবর্তী চালান বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার তৈরি এস-৪০০ কেনা থেকে ন্যাটো মিত্র তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী। তবে দফায় দফায় যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও আঙ্কারা রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ থেকে সরে না আসায় এখন বিকল্প চিন্তা করছেন মার্কিন কর্মকর্তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা হচ্ছে, তুরস্ক একইসঙ্গে উন্নত প্রযুক্তির মার্কিন বিমান এবং রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারে না।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষামন্ত্রী কাটি হুইলবার্গার রয়টার্সকে বলেন, এস-৪০০ একটি কম্পিউটার। এফ-৩৫-ও একটি কম্পিউটার। আপনি নিশ্চয়ই আপনার কম্পিউটারকে প্রতিপক্ষের কম্পিউটারের সঙ্গে যুক্ত করবেন না। এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান।