শিকাগোতে প্রথমবারের মতো সমকামী মেয়র

যু্ক্তরাষ্ট্রের শিকাগোতে প্রথমবারের মতো একজন সমকামী কৃষ্ণাঙ্গ নারী মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

download

যুক্তরাষ্ট্রের এই রাজ্যটি আকাশচুম্বী ভবনের জন্য বিখ্যাত। এটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর। তবে একইসঙ্গে অপরাধ ও দুর্বল অর্থনৈতিক কাঠামোয় জর্জরিত রাজ্যটি। দায়িত্ব নিয়ে এসব সংকট সমাধানের আশ্বাস দেন নতুন মেয়র লরি লাইটফুট।

মেয়র নির্বাচনে অংশ নেওয়া অপর প্রার্থী টনি প্রেউইংকলও একজন আফ্রিকান আমেরিকান। ফলে জয় যার হোক, ইতিহাস তৈরিরই অপেক্ষায় ছিলো শিকাগো। নির্বাচনে দুজন আফ্রিকান-আমেরিকানের অংশ নেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। তবে একটা দিক দিয়ে লরি লাইটফুট অনন্য। তিনি একজন সমকামী। ফলে স্বঘোষিত সমকামী যুক্তরাষ্ট্রের মেয়র হওয়ার ঘটনাও প্রথম। 

নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পেয়ে শিকাগোর ৫৬তম মেয়র নির্বাচিত হয়েছেন লরি লাইটফুট। প্রতিদ্বন্দ্বী প্রিকউংকেল পেয়েছেন ২৬ শতাংশ ভোট। লাইটফুট বলেন, ‘আপনারা ইতিহাস তৈরির চেয়েও বেশি কিছু করেছেন। আমরা পরিবর্তনের ডাক দিয়েছি। আমরা শিকাগোকে নতুন করে গড়ে তুলবো।