‘ইনফিনিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন শহিদুল আলম

বিশ্বখ্যাত আলোকচিত্রী সাংবাদিক ও অধিকারকর্মী শহিদুল আলমকে মর্যাদাপূর্ণ ‘ইনফিনিটি অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নিউইয়র্কে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। ২০১৮ সালের টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ শহিদুল ‘স্পেশাল প্রেজেন্টেশন’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন।

শহিদুল আলম
আইসিপি আলোকচিত্র ও ভিডিও সংক্রান্ত এক প্রতিষ্ঠান। তারা সামাজিক ও রাজনৈতিক পরিসরের সেইসব চিত্র সংরক্ষণ করে যা শিক্ষনীয় ও সমাজ বদলে ভূমিকা রাখতে সক্ষম। তাদের দেওয়া সম্মাননা আলোকচিত্রের ক্ষেত্রে এটি দুনিয়ার শীর্ষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসাবে বিবেচিত হয়। মঙ্গলবার ম্যানহাটানের জিগফেল্ড বলরুমে অনুষ্ঠিত হয় ৩৫তম ইনফিনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শহিদুলের হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হয়।
দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে চার শতাধিক নেতৃস্থানীয় আলোকচিত্রী সম্মাননা প্রদানের অনুষ্ঠান উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী ও জমকালো এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের আগে সংশ্লিষ্টদের কর্মের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। শহিদুলের ওপর নির্মিত তথ্যচিত্রে তার বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি গত বছর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন প্রদান, অতঃপর গ্রেফতার হওয়ার প্রসঙ্গটিও দৃশ্যায়িত হয়।
১৯৮৫ সাল থেকে আইসিপি এই পুরস্কার দিয়ে আসছে। এবার ৩৫তম বার্ষিক এই অনুষ্ঠানে ‘ইনফিনিটি অ্যাওয়ার্ড’ প্রাপ্ত অন্যান্য ফটো সাংবাদিকরা হলেন: দক্ষিণ আফ্রিকার রোজালিন ফক্স সলোমন (লাইফটাইম অ্যাচিভমেন্ট), যুক্তরাষ্ট্রের দাউদ বে (আর্ট), যুক্তরাজ্যের জাদি স্মিত (ক্রিটিক্যাল রাইটিং এন্ড রিসার্চ), যুক্তরাষ্ট্রের জেস টি ড্রাগন (ইমার্জিং ফটোগ্রাফার)।