ইরাক-ইরান সম্পর্ক জোরালো করার অঙ্গীকার

তেহরান সফর করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী। দুই প্রতেবেশীর মধ্যে সম্পর্ক দৃঢ় করতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেছেন তিনি। শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে কয়েকটি আঞ্চলিক ইস্যুতে ইরাক-ইরানের যৌথ অবস্থানের প্রশংসা করেন রুহানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট রুহানির বাগদাদ সফরের এক মাসেরও কম সময়ের মধ্যে তেহরান সফরে আসলেন মাহদী।ইরানের প্রেসিডেন্ট ও ইরাকের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুই দেশই তাদের গ্যাস ও বিদ্যুৎ বিনিময় চুক্তি সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দুই হাজার কোটি মার্কিন ডলারে নিতে সম্মত হয়েছে দুই দেশ। ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুই দেশের বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১২০০ কোটি মার্কিন ডলার।

শনিবারের সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আমরা উভয় দেশই বিশ্বাস করি, আল কুদস (জেরুজালেম) হবে ফিলিস্তিনের রাজধানী, গোলান উপত্যকা হবে সিরিয়ার অবিভাজ্য অংশ আর ইয়েমেন যুদ্ধ তাড়াতাড়ি শেষ হতে হবে। আর এই সংকটের একটি রাজনৈতিক সমাধান হতে হবে। রুহানি বলেন, দুই দেশই এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে।

ইরানের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিধ্বনি করেন আবদুল মাহদী। তিনি জানান, তাদের বৈঠকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বিষয়ক আলোচনাও স্থান পেয়েছে। তিনি বলেন, আমরা আমাদের সুগঠিত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক দেখতে চাই, যা হবে অনুকরণীয় উদাহরণ।