ভেনেজুয়েলায় পৌঁছাচ্ছে ইউনিসেফের সহায়তা

আর্থিক দুরবস্থা ও মানবিক দুর্যোগের দ্বারপ্রান্তে থাকা লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পৌঁছাচ্ছে জাতিসংঘের সহায়তা। দেশটির সাতটি হাসপাতালে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জেনারেটর সুবিধা সরবরাহ করছে।

cq5dam.thumbnail.cropped.750.422

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ। এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউনের মধ্যেই গত ৮ মার্চ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভেনেজুয়েলার অর্ধেকেরও বেশি এলাকা। দেশটির ২৩টির মধ্যে ১৮টি রাজ্যেই অন্ধকারে কাটাতে হয় বাসিন্দাদের। কর্তৃপক্ষের অভিযোগ, সরকারবিরোধীরা এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন, ইন্টারনেট, ব্যাংক, ক্রেডিট কার্ডের মতো বিষয়গুলোও ব্যবহার করা দুঃসাধ্য হয়ে পড়েছে। অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশটির হাসপাতালগুলো। বিদ্যুৎ না থাকায় চলছিলো না স্বাভাবিক কার্যক্রম। সেই সংকট নিরসনে এগিয়ে আসে ইউনিসেফ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করে সাতটি জেনারেটর ব্যবস্থা করেছে তারা।

সংস্থাটি জানায়, তাদের এই পদতেক্ষপে অন্তত ২৪ হাজার শিশু উপকৃত হবে। এছাড়া ম্যালেরিয়া, বসন্তসহ অন্যান্য রোগের টিকাও সরবরাহ করছে তারা। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ প্রক্রিয়া  কঠিন হয়ে গেছে। ফলে বাড়ছে রোগ।