ইসরায়েলের নির্বাচনে পাল্টাপাল্টি বিজয় দাবি

ইসরায়েলের নির্বাচনে পাল্টাপাল্টি বিজয় দাবি করেছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি জোট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে সাবেক সেনাপ্রধান মধ্যপন্থী বেনি গান্তজের নীল ও সাদা জোট ৩৬ বা ৩৭টি আসন পেতে যাচ্ছে আর লিকুদ পার্টির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পেতে যাচ্ছেন ৩৩ থেকে ৩৬টি আসন। দুই প্রতিদ্বন্দিই নিজেদের বিজয় দাবি করেছেন।noname

ইসরায়েলের পার্লামেন্টে আসন সংখ্যা ১২০টি। নেসেট নামে পরিচিত এই পার্লামেন্টে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটি সবসময়ই জোট সরকার দ্বারা পরিচালিত হয়েছে। মঙ্গলবার পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ পর স্থানীয় সময় রাত ১০টার দিকে ফলাফল আসতে শুরু করে।

বিবিসির খবরে বলা হয়েছে নির্বাচন পরবর্তী দুটি জরিপে নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার গঠন করতে পারবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তৃতীয় আরেকটি জরিপে গান্তজের নেতৃত্বাধীন মধ্যবামপন্থী দলগুলোর সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

নীল ও সাদা জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জয় লাভ করেছি। ইসরায়েলের জনগণ তাদের রায় দিয়েছে। এই নির্বাচনে পরিস্কার জয়ী ও পরাজিত রয়েছে।

তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু টুইটারে লিখেছেন,  লিকুদ পার্টির নেতৃত্বাধীন ডানপন্থী জোট তর্কাতীতভাবে জয়ী হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দেওয়ায় ইসরায়েলের জনগণকে ধন্যবাদ। আজ রাতেই আমাদের স্বাভাবিক মিত্রদের সঙ্গে নতুন সরকার গঠনের আলোচনা শুরু করবো।