ভারতে নির্বাচনি সহিংসতায় প্রাণহানি

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি তেলগু দেশাম পার্টির কর্মী। অন্ধ্র্র্রপ্রদেশের অনন্তপুরে এই সহিংসতার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

AR-190419881

ভারতের দুই হাজার রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা প্রায় আট হাজার। এবারের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন দেশের প্রায় ৯০ কোটি ভোটার। গতবারের থেকে এবার ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ৯ শতাংশ। ১৩ কোটি নতুন ভোটার এবার নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন।

ভোটগ্রহণের প্রথমদিনেই সহিংসতার খবর পাওয়া গেছে। এছাড়া ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএমেও দেখা দিয়েছে গোলযোগ। মহারাষ্ট্র ও উত্তরপূর্বাঞ্চলে ইভিএম বিস্ফোরণের খবর পাওয়া গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।  

একই সঙ্গে চারটি রাজ্যের বিধানসভা ভোট (Assembly Elections) হচ্ছে এই দফায় পশ্চিমবঙ্গে মাত্র দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ দুই আসন হচ্ছে কোচবিহার ও আলিপুরদুয়ার। দুই আসনে সকাল ৬টার পর থেকেই ভোটদাতারা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। কোচবিহারে মোট বুথ ২০১০টি। তার মধ্যে স্পর্শকাতর বুথ সংখ্যা ১২৫৩। বাকি ৮৫৭টি বুথে ভোট হবে রাজ্য পুলিশের নিরাপত্তায়।