চলতি মাসেই কিম-পুতিন প্রথম সাক্ষাৎ

প্রথমবারের মতো উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি মাসের শেষের দিকেই রাশিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানায় রুশ সরকার।

https___s3-ap-northeast-1.amazonaws.com_psh-ex-ftnikkei-3937bb4_images_1_8_2_4_954281-9-eng-GB_0902N-Kim-Putin-REUTERS

এ বৈঠকটি হলে এটাই হবে পুতিনের সঙ্গে উত্তর কোরীয় নেতার প্রথম বৈঠক। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে তাদের মিত্র রাশিয়া। ট্রাম্পও মনে করেন, রাশিয়া সহায়তা করলে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করা সহজ হতো।

রুশ সরকারের দেওয়া বিবৃতিতে জানানো হয়, পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে এপ্রিলের শেষের দিকেই রাশিয়া সফরে যাবেন কিম। তবে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হবে তা বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি