জনগণকে শান্ত থাকার আহ্বান শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে শতাধিক প্রাণহানির ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। একইসঙ্গে অবিলম্বে এ ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি। এক বিবৃতিতে জনগণকে তদন্তে সহায়তারও আহ্বান জানিয়েছেন সিরিসেনা।

14এদিকে এ ঘটনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। জাতির উদ্দেশে তিনি বলেছেন, আমাদের জনগণের ওপর আজ যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখজনক সময়ে আমি শ্রীলংকার নাগরিকদের ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে যাচাই বাছাই না করে কোনও গুজব ছড়াবেন না। সরকার অবিলম্বে ব্যবস্থা নিচ্ছে।

টুইটারে দেওয়া এক পোস্টে এ হামলাকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য একটি সংগঠিত ও সমন্বিত প্রচেষ্টা হিসেবে আখ্যয়িত করেছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী মঙ্গলা সামারাবিরা।

২১ এপ্রিল রবিবার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনকালে তিনটি চার্চ এবং তিনটি পাঁচ তারকা হোটেলে এ সিরিজ বিস্ফোরণ চালানো হয়। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৬০ জন। আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

হামলার শিকার তিন চার্চ হচ্ছে কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। আর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া তিন হোটেল হচ্ছে কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি। সূত্র: ডেইলি মিরর।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন তারা বিস্ফোরণের বিষয়ে তথ্য খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শিগিগরই জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন।

সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ শ্রীলঙ্কার মাত্র ছয় শতাংশ মানুষ ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বী। দেশটির দুই নৃতাত্ত্বিক গোষ্ঠী তামিল ও সিংহলিজ উভয়ের মধ্যেই এই ধর্মাবলম্বীদের দেখতে পাওয়া যায়। সূত্র: দ্য গার্ডিয়ান, ইন্ডিপেনডেন্ট, রয়টার্স।