উগ্রবাদী ইসলামি গোষ্ঠীর জড়িত থাকার প্রতি ইঙ্গিত শ্রীলঙ্কা পুলিশের

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। তবে পুলিশ উগ্রবাদী ইসলামি গ্রুপগুলোর প্রতি ইঙ্গিত করেছে। এক কর্মকর্তার দাবি, তারা ১০ দিন আগেই ন্যাশনাল তাওহিদ জামায়াতের হুমকির ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন।

merlin_153824454_51169dd2-c4e7-40fb-969b-d7e3ebd44b47-superJumbo

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আট দফা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ ৩৫ বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সরকারি কর্মকর্তারা জানান, হুমকির তথ্য থাকার পরেও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ। হামলার পর তৌহিদ জামায়াতকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে তদন্ত কার্যক্রম।

এই গোষ্ঠী খুব পরিচিত না হলেও বিশেষজ্ঞদের দাবি, দক্ষিণ এশিয়ায় তারা ইসলামি জঙ্গিবাদ মতাদর্শ বহন করে। এর আগে তাদের বিরুদ্ধে বৌদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ থাকলেও সন্ত্রাসী হামলার কোনও প্রমাণ নেই।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী রানিল উইক্রেমেসিংহে বলেন, ১০ দিন আগের হুমকির ব্যাপারে তিনি অবগত ছিলেন না। এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা।